নিজস্ব প্রতিনিধি ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের
পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদ ও কেন্দ্র পুনঃবহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ভোলার দুটি পলিটেকনিল্যাল ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী এই কর্মসূচী পালন করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের
পরীক্ষার কেন্দ্র হিসাবে পরীক্ষা দিয়ে আসছেন। সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে কেন্দ্রটি পরিবর্তন করে ভোলা জেলা শহর থেকে ৩০ কি.মি দূরে বোরহানউদ্দিন উপজেলার ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে নেয়া হয়। এতে এই কলেজের আওতাধীন ভোলা সদরের দক্ষিনবঙ্গ ও হীড বেসরকারি পলিটেকনিল্যাল ইনস্টিটিউট কয়েকশ পরীক্ষার্থীবৃন্দ বিপাকে পড়ে।
এসময় শিক্ষার্থীরা বলেন, ভোলা সদর থেকে
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর দূরত্ব ৩২ কিলোমিটার ও যোগাযোগ ব্যবস্থা ভালো নয় এবং যাতায়াত খরচও ব্যয়বহুল। ফলে অনেক শিক্ষার্থীর এত দূরে গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টকর হয়ে পরবে। তাই শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার জন্য ও নিরাপদে পরীক্ষা দেওয়ার নিশ্চিত করার জন্য
ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ পূনরায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড সমাপনী পরীক্ষার কেন্দ্র দেওয়ার জন্য দাবি জানায়।
মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে পুনরায় কেন্দ্র বহালের দাবীতে স্মারকলিপি পেশ করা হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা কেন্দ্র পুনর্বহাল না করা হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে।