নিজস্ব প্রতিনিধি ভোলার চরফ্যাশনে কলেজছাত্র আল ইমতেহান হোসেন (আশিক) (১৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুলার হাট বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নিহত আল ইমতেহান হোসেন (আশিক) সহপাঠী, বন্ধু ও স্কুল—কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দুলারহাট ডিগ্রি কলেজ হয়ে দুলারহাট বাজার এলাকা ঘুরে দুলার হাট থানা সামনে এসে প্রধান সড়ক আটকে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীরা আল ইমতেহান হোসেন (আশিক) হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আশিক হত্যাকারী সব আসামির গ্রেপ্তারে করার দাবি জানান।