মোঃ মোসাদ্দেক হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনভর কর্মসূচি পালিত হয়েছে। স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা ত্রিশ লক্ষ শহীদ এবং নির্যাতিত দুই লক্ষ মা-বোনকে স্মরণ করে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই থানা, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।
শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।