1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৌলতখান চরখলিফা ইউনিয়ন এর কবিরাজ থেকে সাংবাদিক নূরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেজর হাফিজ উদ্দিন আহমেদের আগমন উপলক্ষে লালমোহনে বিশাল মোটরসাইকেল শোডাউন ভোলা-২ এর স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ। ১৮ জুলাই ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মারকলিপি পেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ভোলায় আলোচিত সিঁধ কেটে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেপ্তার ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটার অভিযোগ। ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারী আটক ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করল কোস্ট গার্ড | ধনিয়া ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বাস বন্ধ ৭৫টি সিএনজি ভাঙচুর

মোঃমহাজামিল
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহীর তানোরে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মাঝে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর রেলগেটে প্রায় ৮০ টির অধিক সিএনজি ভাংচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে পিস্তলসহ অন্যান্য অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে সিএনজি চালকরা অভিযোগ করেছেন।

হামলায় আহত সিএনজি চালক আব্দুস সালাম জানান, প্রতিদিনের মত আমরা সিএনজি নিয়ে যাত্রীর জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ বাস শ্রমিকের প্রায় অর্ধশতাধিক সদস্য হাতে পিস্তল, রোড, হাতুড়ি নিয়ে হামলা চালাতে শুরু করে। এতে প্রায় ৭৫ টি সিএনজি ভাংচুর করা হয়েছে। আহত হয়েছে ৪০ জনের অধিক সিএনজি চালক।

সিএনজি চালক হাসিবুল ইসলাম বলেন, হঠাৎ করেন ৫০-৬০ জন বাস শ্রমিকরা চারিদিক থেকে ঘিরে আমাদের উপর হামলা চালিয়ে সিএনজি ভাঙ্গতে শুরু করে। আমারও সিএনজির উপর হামলা চালিয়ে কাচ ভাংচুর করেছে। এই সময় তাদের হাতে লাঠি, লোহার রড, হাতুড়ি ছিলো। একজনের হাতে পিস্তলও দেখা গেছে বলে জানান এই চালক। তারা এই ভাংচুর প্রায় আধাঘন্টা ধরে চালিয়েছে। এতে প্রায় ৭৫ টি সিএনজি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সিএনজি চালকরা বলেন, তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। গতকালকের তানোরের ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা এই ঘটনার ক্ষতিপূরণ ও হামলায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত কোন রুটে বাস চলাচল না করতে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সিএনজি মালিক সমিতির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৮০ টির অধিক সিএনজি বাস শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। চালক প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা এর ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি। পাশাপাশি এর সুষ্টু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে কোন রুটে বাসচলাচল করতে দেবো না।

উল্লেখ, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর তানোরে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পর সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে রাস্তায় নামেন। তারা রাস্তার উপর এলোমেলো করে বাস রেখে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের শান্ত করে এবং সড়ক ছেড়ে দেয়।

এই ঘটনার বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট