দিলোয়ার হোসেন,,ছাতক প্রতিনিধিঃ
বুড়াইগাঁও বাজার, ছাতক, সুনামগঞ্জের আল জাজিরা কিন্ডারগার্টেনের ছাত্রী মোছাঃ হুমায়রা জান্নাত মাহি ২০২৪ সালের কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় এলাকায় আনন্দের জোয়ার বইছে।
মেধাবৃত্তি পরীক্ষায় তার সাফল্য প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর সাহেব এক বার্তায় বলেন, “আমাদের ছাত্রের এই অর্জন আমাদের জন্য অত্যান্ত গৌরবের এটি শুধু বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেনি, বরং অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা জাগিয়েছে।”
পরিবারের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার বাবা-মা জানান, সন্তানের এই সাফল্য তাদের জন্য এক বিশেষ প্রাপ্তি এবং তারা আশা করেন, ভবিষ্যতে সে আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে।
আল জাজিরা কিল্ডার গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীর এ অর্জন বিদ্যালয়ের শিক্ষাদানের মান এবং মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।
এই সাফল্যের জন্য তাকে আবারও অভিনন্দন এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় শুভকামনা। আশা করা হচ্ছে, এই মেধাবী ছাত্রী জাতির উন্নয়নে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।