মোঃ মোসাদ্দেক হোসেন,জেলা প্রতিনিধি (জয়পুরহাট)
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় ২৯ ডিসেম্বর ২০২৪, রোববার বিকেল ৩টায় "জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কালাই উপজেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
কালাই উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম মাসুদ।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ আন্তাজ আলী মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হন। এছাড়াও অর্থ সম্পাদক মোঃ আলামিন, দপ্তর সম্পাদক মোঃ সুমন মণ্ডল, প্রচার সম্পাদক জালাল উদ্দিন এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ বায়জিদ খান (এলএলবি) দায়িত্বপ্রাপ্ত হন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।