রাজশাহী জেলা প্রতিনিধি : মোঃমহাজামিল
রাজশাহীর মোহনপুর উপজেলায় সরকারি অফিসের ক্যাম্পাসের অধুরে শনিবার দিবাগত রাত্রি তে দুটি অফিসে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ডাকবিভাগের সরকারি পোস্ট অফিস ও সিসিডিবি অফিসে চুরির ঘটনা ঘটে। জানা যায়, রবিবার(২৯ ডিসেম্বর) রাত্রি আনুমানিক তিনটার দিকে অফিসের কার্যালয়ের জানালা ও পকেট গেট ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়।
উপজেলা পোস্ট মাস্টার গোলাম মোহাম্মদ আরাফাত জানান, তার অফিস থেকে কিছু চুরি হয়নি তবে অফিসিয়াল কাগজপত্র তছনছ করেছে একটি আলমারি ও ভোল্ড ভেঙ্গে ফেলেছে মূলত তারা নগত টাকা খুঁজছিল। আমি অফিস শেষে টাকা পয়সা থানাতে জমা রাখি সকালে অফিসে আসার সময় থানা থেকে টাকা পয়সা নিয়ে আসি সেই জন্য আমাদের অফিস থেকে কিছুই চুরি হয়নি।
অপরদিকে,মোহনপুরের ওনজিও সিসিডিবির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী কর্মকর্তা জানান, তার অফিসের পিছনের পাচির টপকে রাত্রি ৩টা পর অফিসের পকেট গেট ভেঙ্গে অফিসের ভিতরে প্রবেশ করে নাইটগার্ডেকে তিনজনে মিলে ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে উলঙ্গ করে একটি কক্ষে আটকে রাখার পরে । সমন্বয়কের রুম ম্যানেজারে রুম অ্যাকাউন্টসের রুম সমস্ত টেবিলের ড্রয়ার থেকে শুরু করে আলমারিতে রাখা ফাইল তছনছ করে ফেলেছে। অফিসে রাখা নগদ ৯০ হাজার টাকা একটি ল্যাপটপ, স্টাফ এর দুটি ব্যাগ চুরেরা চুরি করে নিয়ে গেছ। অপরদিকে, এ বিষয়টি
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানতে পেরে সিসিডিবি অফিস পরিদর্শন করেছেন। এবং নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন একটি মামলা হয়েছে রাজশাহী ডিবি এবং থানা পুলিশ তদন্ত করছে অতি শীঘ্রই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।