রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার করতে গিয়ে মখলিছ মিয়া (২৪) নামে এক যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকারের সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শীত মৌসুম আসলেই স্থানীয় একটি চক্র নানা প্রজাতির পাখি শিকারে তৎপর হয়ে উঠে। তেমনভাবেই বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের অভিযোগে মাধবপুর এলাকায় পাখি শিকার করাকালে মখলিছ মিয়াকে হাতেনাতে পাখিসহ আটক করা হয়।
এ সময় শালিক, ঘুঘুসহ বেশ কয়েকটি পাখি খাঁচায় পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে মকলিছ মিয়াকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় বনবিভাগ সেগুলো অবমুক্ত করে দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, মখলিছ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। বৃহস্পতিবার তার কাছ থেকে পাখিসহ সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পাখি শিকারের দায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।