মোঃ মোসাদ্দেক হোসেন,জেলা প্রতিনিধি (জয়পুরহাট)
জয়পুরহাট জেলার কালাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" স্লোগানে বিশাল একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এ সময়, উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান সভাপতিত্বে "জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও কল্যাণ রাষ্ট্র" বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আল আমিন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানিন সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী, প্রকল্প গ্রাম সদস্যরা, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, "আমাদের দেশ যদি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, তবে জনগণ এর সুফল পাবে এবং দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।"
আলোচনা সভার শেষে ইউএনও মহোদয় সবাইকে ২০২৫ সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।