মোঃ মোসাদ্দেক হোসেন,জেলা প্রতিনিধি ( জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলায় শুক্রবার সকালে একটি আলুর ক্ষেত থেকে আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি করিমপুর গ্রামের বাসিন্দা ও বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত কর্মচারী।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। দীর্ঘসময় পেরিয়ে যাওয়ার পরও ফিরে না আসায় সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা কুজাইল দিঘী বড়কোদাল মাঠের আলু ক্ষেতে তার মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
কালাই থানার ওসি জাহিদ হাসান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় একটি তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা বিভিন্ন দিক পরীক্ষা করছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা রহস্যময় এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছে।