1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন

তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ

মো সুমন ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মো:সুমন ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৫,
পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল সম্পাদন,দলিলে হাতের নকশা পরিবর্তন,দলিলে কম মূল্য দেখানোসহ কাগজ জালিয়াতির অভিযোগ উঠেছে।এতে রাজস্ব হারিয়েছে সরকার,ক্ষতিগ্রস্থ ক্রেতা বিক্রেতা। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।জানা যায়,তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে জেলা প্রশাসকের জমি ক্রয়ের অনুমতিপত্র জালিয়াতি করে দলিল লেখক আনিছুর রহমান ও রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি জুলেখা বেগমের সহযোগিতায় মোটা অংকের অর্থের বিনিময়ে করতোয়া সোলার লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তাসিকুল ইসলাম গত বছরের ১১ জুলাই ৪৫ বিঘা জমি রেজিস্ট্রির কাজ সম্পাদন করে।দলিল নং-১২৫৩।রেজিস্ট্রি অফিসের তথ্যানুযায়ী, করতোয়া সোলার লিমিটেড জমি রেজিস্ট্রির সময় জেলা প্রশাসকের জমি ক্রয়ের অনুমতিপত্রে, জেলা প্রশাসক জহুরুল ইসলাম স্বাক্ষরিত ২৬ জানুয়ারি ২০২৪ উল্লেখ রয়েছে।খোঁজ নিলে যার নথি জেলা প্রশাসকের রাজস্ব শাখায় নাই।তারা জানিয়েছেন, ২৬ জানুয়ারি ২০২১ সালে রাজস্ব শাখা থেকে অনুমতিপত্র দেওয়া হয়েছে স্বারক নং- ৪১৪। সেখানে এক বছরের মধ্যে জমি ক্রয় সম্পাদন করতে বলা হয়েছে।এছাড়াও অকৃষি জমি কেনার কথা বলা হলেও দুই ফসলি জমি ক্রয় করেছে করতোয়া সোলার লিমিটেড।জমি দাতা ভুক্তভোগী মনোয়ার হোসেন দিপু বলেন, চার কোটি ষাট লক্ষ টাকা জমির মূল্য নির্ধারনের পর, দুইকোটি টাকা দিয়েই করতোয়া সোলার লিমিটেড এর সুজা মিয়া, তৎকালীন সরকারের দাপট আর কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাবাহীনির লোকজন আসে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়।বিষয়টি থানায় অভিযোগও করা হয়েছিল।যদিও দলিলে মূল্য দেখানো হয়েছে এক কোটি ১৪ লক্ষ টাকা।করতোয়া সোলার লিমিটেড এর প্রশাসক সুজা মিয়া বলেন,জমি ক্রয়ের অনুমতিপত্রটি আগের আমরা দলিল লেখককে জমা দিয়েছি কিন্তু কে কি করেছে সেটা জানিনা । জমি ক্রেতা তেঁতুলিয়া এলাকার ওমের আলী বলেন,জমি রেজিস্ট্রি করতে সব ধরনের কাগজপত্র থাকলেও অফিস খরচ বাবাদ দিতে হয় ৮০০-১ হাজার টাকা।কাগজপত্রে সমস্যা থাকলে অতিরিক্ত আরো গুনতে হয় হাজার হাজার টাকা।
এদিকে সাব রেজিস্ট্রি অফিসের নকল নবীশ সাহেরা শাহরিনকে দলিলে হাতের নকশা পরিবর্তনের দায়ে সাময়িক বহিস্কার করা হয়েছে।যদিও তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন,আমাকে ভলিয়ম বের করে দেয় নকল নবীশ আহম্মেদ আলী।ভলিয়মে যা ছিল তাই দেওয়া হয়েছে।দলিলের দাতা ক্রেতার সাথে আমার ব্যাক্তিগত পরিচয় নাই।তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি ও বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী জানান।
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার রাশেদুজ্জামান এ কর্মস্থলে নতুন যোগদান করেছি, বিষয়গুলো জানা নাই।তবে খোঁজখবর নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট