মোঃ মোসাদ্দেক হোসেন,জেলা প্রতিনিধি (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ জানুয়ারি, ২০২৫ সোমবার, কালাই পৌরসভা প্রশাসনের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “তারুণ্যের শক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ করা সম্ভব। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে বদলে দেবে।”
উৎসবের অংশ হিসেবে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার একেএম সাইফুল ইসলাম, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে তারুণ্যের ক্ষমতা ও ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তরুণদের উৎসাহিত করেন।