মোঃ মোসাদ্দেক হোসেন,জেলা প্রতিনিধি (জয়পুরহাট)
দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। এই কঠিন পরিস্থিতিতে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে কালাই উপজেলা প্রশাসন। ৮ জানুয়ারি, ২০২৫, বুধবার সকালে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার এছাড়া উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ। কম্বল বিতরণের সময় শামীমা আক্তার জাহান স্থানীয় বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, এই উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।