আনোয়ার হোসেন করিম, তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা)
ভোলার চরফ্যাশন থেকে ছেড়ে আসা তাসরিফ লঞ্চ ৪ তজুমদ্দিনে চৌহুমুনী ঘাট দেওয়ার সময়, পল্টন থেকে ৩০ মিটার দূরে ভোলেকের সাথে বাধা একটি জাল বাহি ট্রলার কে ধাক্কা দেয় । রোজ বৃহস্পতিবার ৯/১/২৫ সন্ধ্যা ৭টার সময় এই ঘটনা ঘটে। ট্রলারে থাকা জেলেরা লাফ দিয়ে উপরে উঠে যায়, ততক্ষণে ট্রলারটির আন্ডি বেঙ্গে যায়। তারপর লঞ্চে থাকা স্টাফদের সাথে জেলের সাথে কিছক্ষন হাতাহাতি ও ইট পাক্ষেল ও লাটি চার্য হয়। এতে বেশি ক্ষতি হয় পল্টনে থাকা যাত্রীদের অনেকের গায়ে ইট পরছে, আবার পায়ে, এই ভাবে বেশ কয়েকজনের ক্ষতি হয়। জালবাহি ট্রলারের নাছির মাঝি, বলেন তারা ইচ্ছাকৃত ভাবে আমাদের ট্রলার কে ধাক্কা দেয়, এবং আন্ডি বেঙ্গে যায়। আমার জেলেরা তাদের কে বাধা দিলে তারা আমাদের উপর পাইব দিয়ে মারতে শুরু করে। ৫ আগস্ট এর পর থেকে তারা যাত্রীদের সাথে খারাপ ব্যাবহার করে এবং পল্টনে থাকা যাত্রীরা বাধা দিলে তারা হামলার শিকার হয়। আমি এই হামলার বিচার চাই। তার পর জনসাধারণ আসার পর তাসরিফ লঞ্চ ৪ চৌহুমুনী ঘাট থেকে দূরুত চলে যায়। ঐ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, দৈনিক দেশ বা তায়ন, তজুমদ্দিনের প্রতিনিধি, মো আজাদ হোসেন রাসেল, ভিডিও ফুটেজ করার সময় তাসরিফ লঞ্চ ৪ এর স্টাফ তাকে তুলে নিয়ে মারদোর করে, এখন তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছেন।