1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৌলতখান চরখলিফা ইউনিয়ন এর কবিরাজ থেকে সাংবাদিক নূরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেজর হাফিজ উদ্দিন আহমেদের আগমন উপলক্ষে লালমোহনে বিশাল মোটরসাইকেল শোডাউন ভোলা-২ এর স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ। ১৮ জুলাই ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মারকলিপি পেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ভোলায় আলোচিত সিঁধ কেটে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেপ্তার ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটার অভিযোগ। ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারী আটক ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করল কোস্ট গার্ড | ধনিয়া ইউনিয়নে জাতীয় যুব সংহতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনপুর ম*দ পানে চারজন নিহত ৪ আহত ৪

মোঃ মহাজামিল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি:-মোঃমহাজামিল

রাজশাহীর মোহনপুরে দেশীয় মদ পটেনসি (কট) খেয়ে চার জন নিহতে খবর পাওয়া গেছে। মদ খেয়ে আরো চার জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছে তিনজন। আর বৃহস্পতিবার সকালে মারা গেছে আরেকজন। শেষের মৃত ব্যক্তিকে মাদক সেবন করে নই, বরং হার্টফেল করে মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তার লাশ রামেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়। নিহতের গ্রামবাসী সহ মোহনপুর জুড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যান মোংলার ছেলে একদিল।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মঙ্গলবার দিবাগত গভীর রাতে মদ পান করে এরা। তারপর তাদের শরীরের অবস্থা খারাপ হতে শুরু করলে একের পর একজন করে মারা যায় ও চিকিৎসা নিতে রামেক হাসপাতালে ভর্তি হোন এই মাদক সেবীরা। মোহনপুরে মাদক ব্যবসা চলমান থাকার কারণ, এর হোতা কারা ও নিয়ন্ত্রণ কারীদের খোঁজে শাস্তির দাবি করেন এলাকাবাসিরা।

ওই এলাকার বাসিন্দা মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব বলেন, তারা সকলে এক সাথে মদ পান করে মারা গেছে বলে আমরা ধারণা করছি। এমন ঘটনা আমরা কাম্য করিনা। তাই সঠিক তদন্ত করে মাদক ব্যবসায়ীসহ অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রণ কারীদেরও শাস্তি হওয়া উচিৎ বলে আমি মনে করি। এ ঘটনার বিশেষ তদন্তের দাবি জানাচ্ছি।

এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, খবর পাওয়া মাত্রই আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি ও মামলা নিয়েছি। এ ঘটনার সংশ্লিষ্ট জড়িতদের খুঁজে বের করতে আমাদের অভিযান চলছে। তদন্ত করে সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট