1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রাজশাহীতে সড়ক জুড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ পুকুর খনন করে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক কেশিয়ারের বিরুদ্ধে। পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা ভোলায় মেডিকেল কলেজ স্থাপন,ভোলা-বরিশাল সেতু ও ভোলার গ্যাস ভোলায় চাই ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বাসীর মানববন্ধ চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের প্রকৌশলী সাইদ নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার কাজি ভাতুরিয়া গ্রামে পান বরজে আগুন

মোঃমহাজামিল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃমহাজামিল,রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীর মোহনপুর উপজেলার কাজি ভাতুরিয়া গ্রামে পান বরজে আগুন। বুধবার (৮ই জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলেন,সবাই হাটে গেছে,এই ফাঁকে কে বা কারা পান বরজে আগুন দেয়। এতে প্রায় ১২ থেকে ১৫ পোন পান বরজ পুড়ে যাই এবং আগুন নিভানোর জন্য চারি সাইটে কিছু পান বরজ ভেঙ্গে দেওয়া হয়েছে।তারা আরো বলেন,আমরা বেশ কয়েকজন মাঠে কাজ করছিলাম হঠাৎ দেখি পান বড় যে আগুন। দেখে সবাই ছুটে এসে ভটভটির মাধ্যমে এবং বালতিতে করে পানি দিয়ে আগুন নি ভাই। এখানে ফায়ার সার্ভিস এর গাড়ি আসবেনা তাই আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিই নাই।

পানের বরজ মালিক মোঃ আলাউদ্দিন এবং মোঃ মুজাহার জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কিছু লোক হাটে গিয়ে ছিলো এবং কিছু লোক মাঠে কাজ করছিল। এ সময় পানের বরজে আগুনের খবর। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ভটভটির মাধ্যম বালতিতে করে পানি নিয়ে এসে সবাই আগুন নেভানোর চেষ্টা করেছেন। যে যেভাবে পেরেছেন আগুন নেভানো কাজ করেছেন।তিনিরা আরও বলেন, কয়েক দিন আগে মোঃগোলাম বাব্বানীর পান বরজ থেকে পান চুরি করার সময় একজন চুর ধরা পড়ছে আর একজন পালিয়ে গিয়েছে।এ বিষয়ে গ্রামে দরবার বসছিল।

এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল ইসলাম বলেন, পান বরজে আগুন লাগার কথা আমাদের কে কেউ বলেননি।তাই আমরা জানতে পাইনি।এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ওসি আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে থানায় কোনো ডাইরি করা হয়নি। থানাতে যনি ডাইরি করা হয়, তাহলে আমরা বিষয়টি তদন্ত করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট