মোঃ রাকিব,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত সরকার কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর ও সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। এ ঘটনায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০৮৫ নম্বর পিলারের কাছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কাছাকাছি বসবাসকারী বাংলাদেশিদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এতে করে শাহপুর ও রামধনপুর সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তবে, কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “ভারত সরকার অনুমতি নিয়েই কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। হুমকি-ভয়ভীতির বিষয়ে এখনো কোনো প্রমাণ পাইনি। তবে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী, নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। কিন্তু ভারত ওই আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। এতে বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত মানুষজনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে।
অন্যদিকে, সীমান্তের ভারতীয় নাগরিকরাও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তারা জানিয়েছেন, বেড়ার কারণে সকালে কাজের জন্য বেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে হয়। নতুন বেড়া নির্মাণ হলে মূল গেট উন্মুক্ত থাকবে এবং তাদের জীবনযাত্রা কিছুটা সহজ হবে।
কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক আরও জানান, “উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৫০ গজের মধ্যে বসবাসরত ভারতীয় নাগরিকদের কাঁটাতারের বেড়ার মধ্যে নিয়ে যাওয়া হবে। এ কাজে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করছে।”
সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিরা দাবি করেছেন, বিএসএফ তাদের ‘ভাগ যা’ বলে অপমান করে। কেউ ঘর থেকে বের হলে হুমকির মুখে পড়তে হয়।
সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।