আনোয়ার হোসেন করিম, তজুমদ্দিন প্রতিনিধি (ভোলা)
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধান চাষের স্কিম মালিক মোহাম্মদ নুরুর বিরুদ্ধে স্থানীয় কৃষক ও এলাকাবাসী একাধিক অভিযোগ তুলেছেন। তারা অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে নুরু স্বজনপ্রীতি, অনিয়ম এবং জোরজবরদস্তির মাধ্যমে সাধারণ কৃষকদের হয়রানি করে আসছেন।
স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নুরু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করেছেন এবং স্কিম পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখেননি। পানির সঠিক সরবরাহ না থাকা, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া, এবং স্কিম পরিচালনার আয়ের হিসাব প্রকাশ না করার মতো বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।
এক ভুক্তভোগী কৃষক বলেন, “আমাদের প্রয়োজনের সময় আমরা স্কিমের পানি পাই না। নুরু তার আত্মীয়স্বজন ও প্রভাবশালীদের সুবিধা দিচ্ছেন, কিন্তু সাধারণ কৃষকদের দিকে তাকান না।”
এলাকার জমির মালিক যিনি এই স্কিমের জমি ব্যবহার করার অনুমতি দেননি, তিনিও ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্কিমটি আমার জায়গায় বসানো হয়েছে, কিন্তু আমার অনুমতি নেওয়া হয়নি। এটি সম্পূর্ণ অন্যায় এবং আমি চাই এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
কৃষকরা জানিয়েছেন, তারা চান মোহাম্মদ নুরুকে এই স্কিম পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক এবং একটি স্বচ্ছ ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে স্কিম পরিচালিত হোক।
এ বিষয়ে মোহাম্মদ নুরুর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও কৃষকদের দাবি, স্থানীয় প্রশাসন দ্রুত এই বিষয়ে তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেবে।
তজুমদ্দিন প্রতিনিধি,