1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠিত

সাজ্জাদ ইয়াসির
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে কৃষিগুচ্ছে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের আবাসিক হলে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ) বিকাল ৩ টায় অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এর নান্দনিক উপস্থাপনায় এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মোসাম্মৎ কুলসুম বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।

এছাড়াও এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবিরসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, হলের সহকারী প্রভোস্টবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের বক্তব্যে ডিভিএম ২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ খালিদ বলেন,”ক্যাম্পাসে আসার পর ইমিডিয়েট ভাইরা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের যখন না প্রয়োজন ভাইরা আন্তরিকতার সাথে আমাদের সাহায্য এগিয়ে আসছেন। পাশাপাশি হলের আবাসন ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাবসহ ক্যাম্পাসের নানান দাবির কথা তুলে ধরেন”।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের সহকারী প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আলী আজগর তার বক্তব্যে,”এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের দুই সাবজেক্ট (এএইচ ও ডিভিএম) বিষয়ে উজ্জ্বল ভবিষ্যতে কামনায় গুরুত্বরাপ করেন। একই সাথে শিক্ষার্থীদের হলে র‍্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন”।

সভাপতির বক্তব্যে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মোসাম্মৎ কুলসুম বেগম বলেন, “যেহেতু তোমরা অনেক দূর থেকে এসেছ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অন্তত তোমরা যেনো সুন্দর ভাবে এখানে থাকতে পারো। তোমাদের সুন্দর ভবিষ্যত কামনা করি। আমি আশা করি তোমরা এখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে। ভ্রাতিত্ববোধ, শ্রদ্ধা এবং সিনিয়রদের প্রতি সম্মান বজায় রাখবে পাশাপাশি তিনি সিনিয়রদেরকে জুনিয়রদের প্রতি নিজের ভাই বোনের মতো স্নেহ, ভালবাসা দিয়ে তাদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান করেন”।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,” নবীন শিক্ষার্থীরা তোমরা এই ক্যাম্পাসকে নিজের পবিবারের মত মনে করবে। শালীনতার মধ্যে থেকে তোমার বাবার সাথে যেভাবে কথা বলো সেই নিয়ম কানুন মেনে টিচারদের সাথে কথা বলবে এবং সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখবে। এই ক্যাম্পাসের অনেক সুনাম আমরা শুনি এই সুনামের ধারা অব্যাহত রাখবে।
তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন এনএসভিএম অনুষদের মেইনগেট, অ্যাম্বুলেন্স এবং হলগুলো খুব তাড়াতাড়ি মেরামত করা হবে এবং গুরুত্বপূর্ণ ওষুধপত্র কেনার জন্য হেলথ কেয়ারে স্পেশাল বাজেট দেওয়া হয়েছে বলে তিনি জানান। বরিশাল ক্যাম্পাসের উন্নয়ন হচ্ছে বলে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট