1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবর্তনে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎ মিথ্যা চুরির অপবাদে ১৯ বছরের যুবকে হাতা-পা ভাঙ্গার অভিযোগ- বাপ/ছেলের বিরুদ্ধে! মনপুরার এতিমখানায় শিশুদের ভয় দেখিয়ে বাবার অস্তিত্ব অস্বীকার করতে বাধ্য করার অভিযোগ এলাকা বাসির ক্ষোভ ৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনিয়া ইউনিয়ন থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত। ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে ভোলা দৌলতখানে সময় টিভি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা চলছে” ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী তরুণের নবজাগরণ সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত।

ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ আজাদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৬১ বার পড়া হয়েছে

 

 

মোঃ আজাদ

জনপদের নিউজঃ ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা বলেন, বাংলাদেশের ৬৪জেলার মধ্যে ভোলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী।
আপনারা যদি ভদ্রভাবে গ্যাস চাইতে থাকেন তাহলে আগামী ১০০বছরও গ্যাস পাবেন না।
ভোলাবাসী বদ্ধতার মুখোশ পরিহার করে ব্রাহ্মণবাড়িয়া ন্যায় অবতীর্ণ হন,তাহলে গ্যাস পাবেন, অন্যথায় নয়। আমরা সবাই যদি এক হই তাহলে দুই মাসের মধ্যে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন , আমরা দিনক্ষণ তারিখ ঠিক করে সম্মিলিতভাবে আমাদের পকেটে যার যা আছে সবাই মিলে ফান্ড তৈরি করে ইন্টাকো`র এলপিজি গ্যাস স্টেশন এর সামনে রাতে থাকার জন্য থালা বাসন কম্বল নিয়ে সেখানে অবস্থান নেব। ১সপ্তহ,২সপ্তাহ,যতদিন লাগে ততদিন অবস্থান নিব। কোন গাড়ি চলতে দেওয়া হবে না। আপনারা আমাদের কাছ থেকে ৯৯% গ্যাস নেন,আমাদেরকে ১শতাংশ দেন। কিন্তু আপনারা তাও আমাদেরকে দিবেন না, তা মেনে নেওয়া যায় না।ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে সোমবার(১৩জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিএফজি রেস্টুরেন্টে ইন্টাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিল, ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু বাস্তবায়নে, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষাবিদ,ছাত্র সমন্বয়ক, সমাজকর্মী সহ ভোলার বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলা উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

ওবায়েদ বিন মোস্তফা আরো বলেন, জেলা প্রশাসনের লোকজন এখানকার স্থানীয় না, তাই তারা আমাদের দুঃখ দুর্দশা বুঝবে না। ভোলা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। তারা হচ্ছেন অতিথি পাখি, কাজ আছেন তো দু বছর পর আর নেই। কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করবো তা সকলের সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া হবে। প্রয়োজনে আমরা রাতে ইন্টারকো গ্যাস স্টেশনের সামনে থাকবো, খিচুড়ি রান্না করে খাবো, প্রয়োজনে রোজা রাখবো এবং ভোলাকে ব্লকেট করা হবে,ওই রাস্তায় কোন যানবাহন চলতে দেওয়া হবে না। এভাবে যদি করতে পারেন তাহলে ভোলার গ্যাস ভোলায় থাকবে,অন্যথায় নয়। ভোলার দল মত নির্বিশেষে সকলের সমন্বয়ে ভোলার দাবিগুলো বাস্তবায়ন করা হবে ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক এমএ তাহের, জেলা বিজিবি সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মুতাসিম বিল্লাহ, সমাজকর্মী মোবাশ্বিরুল্লাহ চৌধুরী ভোলা বিএনপি যুগনা বায়ক ইয়ারুল আলম লিটন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপদক্ষ মাওলানা মোবাশ্বরুল হক নাঈম, ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, ছাত্র সমন্বয়ক রাহি।এছাড়া অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট