হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
জনপদের নিউজঃ ঝালকাঠির রাজাপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগড়ি বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর থানার পরিদর্শন তদন্ত আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, বাগড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির সিকদার, ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি সিকদার ও জামায়াত নেতা ফারুক আহমেদ প্রমুখ।