মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের মেম্বার আবু হানিফকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে জানা যায় যে তিনি জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন বলেন, “আবু হানিফ ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছিল। তবে তিনি মূলত আমাদের সক্রিয় কর্মী।”
আবু হানিফের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে সম্পর্কের এ ধরনের ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।