রাজশাহী জেলা প্রতিনিধি:-মোঃমহাজামিল
আগামীকাল (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন সফল ও স্বার্থক করতে শুক্রবার ১৭( জানুয়ারি) বিকালে মোহনপুর উপজেলায় জামায়াত শিবিরের আয়োজনে কর্মী সম্মেলনের মিছিল বের হয়ে প্রধান মড়াসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গেটসংলগ্ন পথ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখা আমির অধ্যাপক জি, এ, এম, আব্দুল আওয়াল,এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাষ্টার আব্দুল আাজিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সূরা সদস্য আবুল কালাম আজাদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা,নায়েবে আমির মাওলানা হাসান আলী, পৌর জামায়াত আমির মাওলানা আব্দুল জলিল। শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারী মোখলেসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের সভাপতি সেক্রেটারী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।