মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারের বিএনপি আমলের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরল আহসান মুন্সীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে দেবিদ্বার উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
তৃণমূলের অভিযোগ, ৫ আগস্টের আগে যারা বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের বাদ দিয়ে মঞ্জুরল আহসান মুন্সী ও তার পুত্র রিজভীউল আহসান মুন্সী আওয়ামী লীগের সঙ্গে সুবিধাভোগী একটি গোষ্ঠীকে দলে পুনর্বাসিত করছেন। তারা কেন্দ্রীয় ও উত্তর জেলা বিএনপির নির্দেশনা অমান্য করে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে কর্মী সভা করে কমিটি ঘোষণা করছেন।
বিএনপির পক্ষ থেকে গত ১৪ জানুয়ারি তাদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঞ্জুরল আহসান মুন্সী ও তার পুত্রের কর্মকাণ্ডে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা চরম বিব্রত এবং ক্ষুব্ধ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়।
সাবেক এমপি মঞ্জুরল আহসান মুন্সী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।” তবে তার বিরুদ্ধে গত ১০ বছরে দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির এক সিনিয়র নেতা বলেন, “মঞ্জুরল আহসান মুন্সীর আচরণে দলের তৃণমূল কর্মীরা হতাশ। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।”
এখন দেখার বিষয়, কেন্দ্রীয় বিএনপি এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।