হাসিবুর রহমান ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় মিনি ট্রাক (পিকআপ) চাপায় মোটর সাইকেল চালক সোলায়মান ফকির (২২) নিহত। শনিবার সন্ধ্যায় রাজাপুর-ঝালকাঠি মহাসড়কের পিংড়ি ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। এসম মোটর সাইকেলের অপর আরোহি সুজন (২৬) আহত হয়েছে। নিহত সোলায়মান কবির ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল গ্রামের পাক মোহর এলাকায় মৃত আবুল ফকিরের ছেলে এবং ঝালকাঠি কৃষি ব্যাংকের পিয়ন। আহত সুজনকে বরিশাল শেরেবাংলায় ভর্তি করা হয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, ঝালকাঠিগামী একটি মিনিট্রাক ভাঙা সড়কের খাদ কাটাতে গিয়ে বিপরিত দিক থেকে আসা রাজাপুরগামী একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে সড়কের বাহিরে ছিটকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মারা যায় এবং একজন আহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাজাপুর থানার পরিদর্শন তদন্ত আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মিনি ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।