হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজাপুর সরকারি কলেজে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে। রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজ, রাজাপুর সরকারি কলেজ, ও রাজাপুর আলহাজ লালমোহন হামিদ মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । এর মধ্যে বড়ইয়া ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রাজাপুরের আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ রানার আপ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাহুল চন্দ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।