মো সাহিনুর ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি
চাপাতি একতা উদয়ন সংঘের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। (২২জানুয়ারী) বুধবার বিকালে ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাও ইউনিয়নের চুয়ামনি বাজারে এলাকার অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, খেটে খাওয়া দিনমজুর শ্রেণির শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একশতাধিক কম্বল বিতরণ করা হয়,। এতে উপস্থিত ছিলেন,সন্মানিত অতিথি, মো: আমিনুল ইসলাম রিপন হাজি, আমিনুল ইসলাম আমিন মাষ্টার, আহসান মাস্টার, এবং চাপাতি একতা উদয়ন সংঘের সন্মানিত সহ সভাপতি মো কামাল উদ্দীন অনত্যম সদস্য মো মাইনুদ্দিন ইসলাম, জিয়ারুল ইসলাম, জাকের ইসলাম,পসিরুল ইসালম ও চাপাতি একতা উদয়ন সংঘের সকল সদস্য বিন্দ। আরো উপস্থিত ছিলেন দৈনিক দুর্নীতি তালাশ এবং Eটেলিভিন ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিনিধি মো : সাহিনুর ইসলাম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চাপাতি একতা উদয়ন সংঘের সন্মানিত সভাপতি মো আনিস আলি বলেন,শিত এলে ঠাকুরগাঁওয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। আমাদের লক্ষ আগামী দিনে রাজাগাও ইউনিয়নের মানুষের জীবনে শিতের দুর্ভোগ কমিয়ে আনা।
শীতার্ত পাশে দাড়ানো এই উগ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং চাপাতি একতা উদয়ন সংঘের সকল সদস্যদের কে ধনব্যাদ জানিয়েছেন।