প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:৫৫ পি.এম
ভোলা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী
নিজস্ব প্রতিনিধি :ভোলা জেলা আইনজীবী সমিতি (২০২৫)নির্বাচনে বিএনপি পন্হী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজিয়ী হয়েছেন।নির্বাচনে এ্যাডভোকেট মোঃ ফরিদপুর রহমান সভাপতি ও এ্যাডভোকেট মোঃআমিরুল ইসলাম বাসেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন -সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ, ও মোঃফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা,ও এস এম মিজানুর রহমান, তথ্য সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ধর্ম ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান, শাহ মোঃ আহসানুল্লাহ সুমন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম মাহবুব, মোঃ ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার এবং মোঃ আলমগীর নবীন।
সূত্র মতে, প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার পরে ২২জানুয়ারি যাচাই বাঁচায় শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক তাদের আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিজয়ী ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত