রাজশাহী জেলা প্রতিনিধি :-মোঃমহাজামিল
মোঃমুস্তাকিম বিল্লাহ(২৭) পিতা:মোঃআঃরশিদ এর বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে নাম লিখো অশ্লীল গালি-গারাজ সহ প্রাণ নাশের হুমকির কথা লিখে দেওয়ালে কেবা কারা আঠা দিয়ে লাগিয়ে আসেন। এ ঘটনার পর থেকে উদ্বিগ্ন তার পরিবার। রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউ:পি: পরিজুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মোঃমুস্তাকিম বিল্লাহ বলেন,আমি একজন ব্যবসায়ী এবং আলেম। আমি সারাদেশে ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করি।আমি রাজশাহীতে বাসা ভাড়া নিয়ে থাকি। (২৩জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ০৮.০০৮ ঘটিকার সময় আমার মা আমাকে ফোন দিয়ে জানাই যে, আমাদের গ্রামের বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কিছু কাগজে নাম লিখো অশ্লীল গালি-গারাজ সহ প্রাণ নাশের হুমকির কথা লিখে দেওয়ালে কেবা কারা আঠা দিয়ে লাগিয়ে আসেন।
তিনি আরো বলেন,এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩জানুয়ারি) রাত অনু:১২টা থেকে ভোর ৫টা মধ্যে আমার নিজ বাড়ির দেয়ালে লিখে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। হত্যার হুমকির বিষয়টি নিয়ে মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
মোহনপুর থানার (ওসি) আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে মুস্তাকিম বিল্লাহ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।