1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরিবর্তনে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎ মিথ্যা চুরির অপবাদে ১৯ বছরের যুবকে হাতা-পা ভাঙ্গার অভিযোগ- বাপ/ছেলের বিরুদ্ধে! মনপুরার এতিমখানায় শিশুদের ভয় দেখিয়ে বাবার অস্তিত্ব অস্বীকার করতে বাধ্য করার অভিযোগ এলাকা বাসির ক্ষোভ ৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনিয়া ইউনিয়ন থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত। ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে ভোলা দৌলতখানে সময় টিভি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা চলছে” ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী

ঝালকাঠি শীতের তীব্রতা বাড়ায় লেপ তোষক তৈরির ধুম

হাসিবুর রহমান
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে উপজেলায় শীতের তীব্রতা বাড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মিলছে না সূর্যের দেখা। দুপুরের দিকে সূর্য উঠলেও কোনো তীব্রতা থাকে না। সন্ধ্যার পর থেকে কুয়াশার সঙ্গে বইছে হালকা বাতাস। রাতের গভীরতার সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। এ দিকে শীত নিবারণের জন্য সবাই ভিড় করছে লেপ-তোষকের দোকানে। এতে করে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা। এবার গত বছরের তুলনায় লেপ তৈরির উপকরণ কাপড় ও তুলার দাম কিছুটা বেড়েছে। এতে দোকানির সঙ্গে ক্রেতাদের বাড়তি কথা বলতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়- শহরের বাইপাসের একটি লেপ এর দোকানে ধুপ-ধাপ শব্দ। এ শব্দ তুলাকে লাঠি দিয়ে পিটিয়ে জট ছাড়ানোর। তারপর তুলাকে কাপড়ে ভরে সুই-সুতা দিয়ে সেলাই। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে তাদের কর্মযজ্ঞ। প্রতিদিনই তৈরি হয় লেপ-তোষক। এ বছর শীত আসতে দেরি হওয়ায় কারিগরদের ব্যস্ততা কম ছিল। শীত আসার সাথে সাথে ব্যস্ততাও বেড়েছে কারিগরদের। এ ছাড়া, লেপ তৈরির লাল রঙের শালুকা কাপড় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০/৪৫/৫০ টাকা গজ, মারকিন ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫/৫৫/৬৫ টাকা গজ ও পাট্টা কাপড় ৫/৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫/৫৫/৭০ টাকা গজ। প্রতি কাপড়ে এ বছর বেড়েছে দাম। দোকানি শফিকুল বলেন, গত বছর তুলা কিনে ৪/৫ হাতের একটি লেপ তৈরিতে খরচ পড়েছিল ২০০০ টাকা। এ বছর সেই পরিমাণ তুলা দিয়ে লেপ তৈরিতে খরচ পড়েছে ২২০০ টাকা। কাপড় ও তুলার দাম বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে নিম্নবিত্তরা। কারিগর রবি বলেন, শীত মৌসুমে প্রতিদিন জনপ্রতি কর্মীকে ৩০০ টাকা মজুরি দিতে হয়। শীতের তিনমাস (ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি) কারিগরদের কাজ থাকলেও বাকি সময় কাজের পরিমাণ কমে যাওয়ায় তাদের ভিন্ন পেশায় রোজগার করতে হয়। অন্য এক দোকানি শফিকুল বলেন, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাপড় ও তুলার দাম। একই সঙ্গে বেড়েছে লেপ-তোষকের চাহিদা। তবে দামের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট