মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক জনপদের নিউজঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ এ আয়োজন সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ফ্যাসিলিটেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন এবং রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতা, যেমন- খেলাধুলা, আবৃত্তি, অভিনয়, গান এবং যেমন খুশি তেমন সাজ ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়।