দৈনিক জনপদের নিউজঃভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ চরনোয়াবাদ জনৈক মাকসুদ মিয়ার বাড়ীর সামনে সরকারী পাঁকা রাস্তার উপর থেকে ৪০(চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ৩০-০১-২০২৫ তারিখ ০৫.০০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/নাজমুল হাসান সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ চরনোয়াবাদ জনৈক মাকসুদ মিয়ার বাড়ীর সামনে সরকারী পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আসামী সম মিরাজ নাদিম (৩০), পিতা-রুহুল আমিন মনির, সাং-আলীয়া মাদ্রাসা রোড, ৫নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ৪০(চল্লিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।