1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরিবর্তনে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‎ মিথ্যা চুরির অপবাদে ১৯ বছরের যুবকে হাতা-পা ভাঙ্গার অভিযোগ- বাপ/ছেলের বিরুদ্ধে! মনপুরার এতিমখানায় শিশুদের ভয় দেখিয়ে বাবার অস্তিত্ব অস্বীকার করতে বাধ্য করার অভিযোগ এলাকা বাসির ক্ষোভ ৫৩ লাখ টাকা হাতানো ‘জ্বিনের বাদশা’ অবশেষে র‍্যাব-৮ এর হাতে আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনিয়া ইউনিয়ন থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত। ভোলায় দরজা খুলেই বাবা দেখলেন ছেলের রক্তাক্ত মরদেহ নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে ভোলা দৌলতখানে সময় টিভি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার চেষ্টা চলছে” ভোলায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন ব্যবসায়ী

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা নির্বাচনে সভাপতি জাহিদ, সম্পাদক বাবলু

মোঃমহাজামিল
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি :-মোঃমহাজামিল

দৈনিক জনপদের নিউজঃবাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচন উপলক্ষে শনিবার দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সাথে সাথে বেলা ১২টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক নিখাদ খবরের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি দৈনিক আজ পত্রিকার সম্পাদক আব্দুল মুবিন পেয়েছেন ৩ ভোট। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সুপ্রভাত রাজশাহীর সম্পাদক ও প্রকাশক ফজলুল করিম বাবলু ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন সাপ্তাহিক গণদৃষ্টির সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবু। তিনি ভোট পেয়েছেন ১৮টি। এছাড়া উপজেলা পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দি দৈনিক কালবেলা পত্রিকার চরঘাট প্রতিনিধি মিঠু রানা পেয়েছেন ২১ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাই টিভির বিভাগীয় প্রতিনিধি ফায়সাল শাহরিয়ার অনতু, যুগ্ম সম্পাদক পদে দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে স্বদেশ বাণী ডট কম ও দৈনিক জনতার রাজশাহী প্রতিনিধি কামরুজ্জামান বাদশা, অর্থ সম্পাদক পদে আরটিভি এর ক্যামেরা পার্সন রাজিব, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলার জনতা পত্রিকার রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলাম রনি, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাতক পদে দৈনিক নতুন প্রভাত প্রত্রিকার ক্রীড়া প্রতিবেদক আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সানশান পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নুর মো: মুক্তার হোসেন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক পদে চ্যানেল ফোর ও দেশ বাংলা পত্রিকার রাজশাহী প্রতিনিধি সৌমেন্দ্রনাথ মন্ডল, নির্বাহী সদস্য পদে বিজয় টিভির রাজশাহী প্রতিনিধি ফরহাদ হোসেন আদনান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ফটো সাংবাদিক ফয়সাল হোসেন, দেনিক ভোরের কাগজ ও নতুন প্রভাত পত্রিকার চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টু এবং দৈনিক সবুজ নিশান পত্রিকার মোহনপুর প্রতিনিধি মাজেদুর রহমান সবুজ।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২টি। এর মধ্যে ৬০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ৩টি ভোট এবং সভাপতি পদে একটি করে ভোট নষ্ট হয়। আর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে ভোট গ্রহন করেন কমিশনার শফি উদ্দীন আহম্মেদ, নির্বাচন কমিশনার সরকার শরিফুল ইসলাম, নির্বাচন কমিশনার রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য।

সম্মেলনের পূর্বে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালী ও বেলুন সহ ফেষ্টুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, এটিএন বাংলা রাজশাহীর স্টাফ রিপোর্টার সুজা উদ্দীন ছোটন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সালেহ ফাত্তাহ্, বাংলাদেশ সাংবাদিক সংস্থার জয়পুরহাট জেলা শাখার সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ এর রফিকুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু।

আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, এডভোকেট তৌফিক জাহেদী, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হিরক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে পুরস্কার লাভ করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট