1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

মোঃমহাজামিল
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

মোঃমহাজামিল, রাজশাহী জেলা প্রতিনিধি:

দৈনিক জনপদের নিউজঃরাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার ব্যাংকের চেক দিয়ে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গতকাল (৩ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে।

তহশিলদার কাওসার আলীর এমন কান্ডে উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তিমূলক বদলির দাবি।

ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন। আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরীকে চাপ দেন তহশিলদার কাওসার আলী।

এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে। এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ। কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।

অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির গোমর।

অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণি পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন। এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা।

এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান, তহশিলদার কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন। ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে। সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।

এবিষয়ে জানতে কামারগাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত। সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আবার সমাধান করাও হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দম্ভোক্তি দেখান তহশিলদার কাওসার আলী।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনা তার জানা নাই, এমন হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট