আনোয়ার হোসেন করিম, ভোলা তজুমদ্দিন প্রতিনিধি
দৈনিক জনপদের নিউজঃভোলার তজুমদ্দিন ৩ ফেব্রুয়ারি (সোমবার) রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
বাড়ির এক সদস্য রাতে বাইরে থেকে ফিরে এসে দেখতে পান, প্রতিমা মাটিতে পড়ে আছে এবং অন্যান্য পূজা সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কাউকে কিছু না জানিয়ে ঘরে চলে যান।
পরদিন সকালে বাড়ির সুনীল চন্দ্র দাস ঘুম থেকে উঠে দেখেন, প্রতিমাটি ভে*ঙে পড়ে রয়েছে। একই বাড়ির দিতি দাস জানান, “গতকাল রাতে আমরা সরস্বতী পূজা উদযাপন করি এবং রাত ১২টা পর্যন্ত আনুষ্ঠানিকতা শেষে সবাই যার যার ঘরে চলে যাই। সকালে উঠে দেখি প্রতিমা ভা*ঙা অবস্থায় পড়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিমার কাছে রাখা বই ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। পরে আমার বাবার নির্দেশে প্রতিমাটি বিসর্জন দেওয়া হয়।”
এ বিষয়ে তজুমদ্দিন পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অরবিন্দু দে টিটু বলেন, “তজুমদ্দিন উপজেলায় এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নই। কেউ আমাকে এ বিষয়ে জানায়নি।”
বিঃদ্রঃ কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।