মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক জনপদের নিউজঃকুমিল্লার মুরাদনগর উপজেলায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজি টেঁটা বিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহত ভাতিজি হোসনা আক্তার (৩৫) এবং তার ভাগনি আফসানা আক্তার লিজাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় চাচা মজিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেসবুকে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হোসনা আক্তারের বাবা লিল মিয়া চার বছর আগে মারা যান। মৃত্যুর আগে তিনি তার স্ত্রী জামেনা বেগমের নামে বাড়ির জায়গা দলিল করে দেন। লিল মিয়ার মৃত্যুর পর তার ভাই মজিবুর রহমান ও তার পরিবার বারবার জামেনা বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেন।
ঘটনার দিন জামেনা বেগম নিজের বাড়ির জায়গায় লাকরি শুকাতে দিলে মজিবুর রহমান ও তার পরিবার এতে বাধা দেন এবং জামেনা বেগমকে গালমন্দ ও মারধর শুরু করেন। এসময় জামেনা বেগমের মেয়ে হোসনা আক্তার ও নাতনি আফসানা আক্তার লিজা তাকে বাঁচাতে এগিয়ে এলে মজিবুর রহমান মাছ ধরার টেঁটা দিয়ে তাদের উপর হামলা চালান। এতে হোসনা আক্তারের হাত টেঁটা বিদ্ধ হয় এবং আফসানা আক্তার লিজাও আহত হন।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হোসনা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত আফসানা আক্তার লিজা বলেন, "আমার নানার মৃত্যুর পর থেকে মজিবুর রহমান ও তার পরিবার আমাদের উপর নির্যাতন চালাচ্ছেন। আজ তারা আমাদের মেরে ফেলতে চেয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।"
এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, "ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
ঘটনার ভিডিও ফেসবুকে viral হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয়রা বলছেন, সম্পত্তি বিরোধের জেরে পরিবারের মধ্যে এমন হিংসাত্মক ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় প্রশাসনের তৎপরতা ও বিচার প্রক্রিয়া কতটা দ্রুতগতি পায়, তা এখন দেখার বিষয়।