মমিনুল ইসলাম মুন্না,ফরিদপুর নগরকান্দা প্রতিনিধি।
দৈনিক জনপদের নিউজঃনগরকান্দা, ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গসংগঠন কৃষক দলের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চযোশর্দী ইউনিয়নে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে সারাদেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
চাঁদ হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক,কৃষক দল কেন্দ্রীয় কমিটি।এছাড়া সভাপতিত্ব করেন আলমগীর হোসেন, সভাপতি,চযোশর্দী ইউনিয়ন কৃষক দল। সমাবেশ পরিচালনা করেন মনির হোসেন, সদস্য সচিব, চযোশর্দী ইউনিয়ন কৃষক দল।
কৃষকদের সমস্যা ও সমাধানের আহ্বানে শহিদুল ইসলাম বাবুল বলেন,আমাদের দল ক্ষমতায় আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে শস্য বিমা কার্ড প্রদানের ঘোষণা করেন।
এছাড়াও কৃষক দলের সিনিয়র নেতারা সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।বক্তারা কৃষকদের প্রতি সরকারের উদাসীনতা,সারের অপ্রতুলতা, ন্যায্যমূল্যের অভাব এবং চাষাবাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ঘাটতি সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাংলাদেশের কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না,সারের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে।কৃষকদের সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।”
সভাপতি আলমগীর হোসেন বলেন,“কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের সংগঠন সবসময় পাশে থাকবে।আমরা সরকারকে চাপ প্রয়োগ করব যাতে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়।”
বক্তারা জানান, কৃষক দলের উদ্যোগে ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে আরও কৃষক সমাবেশ আয়োজন করা হবে, যাতে কৃষকদের সমস্যা ও দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা যায়।
কৃষকদের স্বার্থ রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।স্থানীয় কৃষকরাও এ সমাবেশে অংশ নিয়ে তাদের সমস্যাগুলো উত্থাপন করেন এবং তাদের দাবির পক্ষে আওয়াজ তোলেন।
এ সময় এই নগরকান্দা,ফরিদপুর,ঢাকা ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ,ফরিদপুর জেলা কৃষক দলের সিনিয়র নেতাকর্মী ও সাধারণ কৃষকরা এ জনসমাবেশ উপস্থিত ছিলেন।।