মোঃ আজাদ, দৈনিক জনপদের নিউজ
বৃহস্পতিবার( ০৬ ফেব্রুয়ারি)রাত পৌনে ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের `প্রিয় কুটির `নামের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র- জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা এসে প্রিয় কুঠিন নামে এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। এই বাড়িতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।
কত ৫আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। বাড়িতে অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তোফায়েল আহমেদের বাড়িটি প্রথমে বাংলাদেশ চালায় বিক্ষুপ্ত ছাত্র জনতা। পরের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।