মোহাম্মদ শুভ , জামালপুর প্রতিনিধি
দৈনিক জনপদের নিউজঃজামালপুর কুটামনি খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত পাক দরবার শরীফ ২০২৫ এর বার্ষিক মুস্তাহ্ছান ওরছ শরীফে ৭,৮,৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বলে লোক মুখে শোনা যাচ্ছে। এ দরবারে কোন ওরছ শরীফ হলেই নানা দুর্ঘটনা বা অনিয়মের চিত্র ফুটে উঠে।
এবারের ওরশের প্রথম দিনে দরবারে দুই দফায় সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের কারণে পুরো এলাকা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আরো ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরোজমিনে গিয়ে যানা যায়, কুটামনি দরবারের হোজরা শরীফের পাশের গেটে কুটামনি হজম পাড়া ও কুটামনি গুন্টি মোড়ের জনগণের মাঝে টিকেট কাটাকে কেন্দ্র করে, ব্যপক সংঘর্ষ শুরু হয়। এসময় উৎসুক জনতা ভীড় জমায়। পরে এ সংঘর্ষ দফায় দফায় আশপাশের এলাকায় ছড়িয়ে পরে। যাতে কৃষকের সরিষা খেত নষ্ট করে ও কৃষকের সবজির বাগানের খুটির জাংলা ভেঙে নিয়ে যাওয়ায় হামলাকারীরা। এ ঘটনায় ব্যপক ক্ষতির আশঙ্কা করেছে ভুক্তভোগীরা। অপরদিকে দরবারের ভিতরে মহাদানের জাকেরদের দু-পক্ষের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়