মোঃ সবুজ হায়দার, লালমোহন প্রতিনিধি
দৈনিক জনপদের নিউজঃ বন্ধন ফাউন্ডেশন গজারিয়া -২০০০ কর্তৃক আয়োজিত স্বাবলম্বীকরণ প্রকল্প সূচনা এর আওতায় উপকার ভোগীদের মাঝে পণ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পরবর্তী কুরআন ও গীতা থেকে পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন বন্ধন ফাউন্ডেশন গজারিয়া -২০০০
সম্মানিত অতিথি বিন্দু
জনাব মোঃ মোজাম্মেল হক স্যার (প্রাক্তন সিনিয়র শিক্ষক গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় )
জনাব মোঃ জয়নাল আবেদীন (প্রাক্তন সিনিয়র শিক্ষক গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় )
জনাব মোঃ হাফিজ আহমেদ ( প্রাক্তন সিনিয়র শিক্ষক গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় )
জনাব মোঃ মহাসিন কবির (শিক্ষক গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় )
জনাব মোঃ মহিবুল্লাহ ( প্রধান শিক্ষক গজারিয়া প্রাথমিক বিদ্যালয় )
মাওলানা মোঃ ইয়াকুব শরীফ সাদ্দাম (ইমাম গজারিয়া মধ্যবাজার জামে মসজিদ )
মাওলানা মোঃ বনি আমিন ( ইমাম গজারিয়া মাদ্রাসা )
এই সময় আরো উপস্থিত ছিলেন
মোহাম্মদ কোবির হোসেন লিটন (সভাপতি)
ডাঃ মোঃ রুহুল কুদ্দুস খান (সাধারণ সম্পাদক বন্ধন ফাউন্ডেশন )
ডাঃ রহমত উল্লাহ রোকন ( সাংগঠনিক সম্পাদক বন্ধন ফাউন্ডেশন)
মোঃ সাইদুল ইসলাম রিয়াজ ( মিনি: সভাপতি বন্ধন ফাউন্ডেশন)
মোঃ মিজানুর রহমান মিজান (মিনি: সাধারণ সম্পাদক বন্ধন ফাউন্ডেশন) সহ
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া -২০০০ এর সকল বন্ধুবর বিন্দু উপস্থিত থেকে অসহায় দুস্থ পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে স্বাবলম্বী প্রকল্পের পন্য অটো রিকশার ব্যাটারি, মুদি দোকান মুদি মালামাল, ছাগল , সেলাই মেশিন, গজ কাপড় ইত্যাদি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেন , তারা এগুলো পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বন্ধন ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের অনেক ব্যক্তিবর্গ।
বন্ধন ফাউন্ডেশন সদস্যগণ এইভাবে বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষকে সচ্ছল ও স্বাবলম্বী করতে তাদের পাশে দাঁড়ান
ভবিষ্যতে আরো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।