মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দৈনিক জনপদের নিউজঃদীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন। শনিবার সকালে উপজেলা সদরের ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সরকারকে বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, “গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস, বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।” এ সময় তিনি অতীতের কিছু রাজনৈতিক ঘটনার কথাও উল্লেখ করেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আবদুল মতিন, সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেলসহ অনেকে।
দীর্ঘদিন পর প্রকাশ্যে এ সম্মেলন আয়োজন করতে পেরে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উপস্থিতির কারণে নির্ধারিত স্থান পরিপূর্ণ হয়ে আশপাশের সড়কেও কর্মীরা অবস্থান নেন।