1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রাজশাহীতে সড়ক জুড়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ পুকুর খনন করে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক কেশিয়ারের বিরুদ্ধে। পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার খুলনা কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষ সাত্তারের দুর্নীতি স্বীকার,কঠোর কর্মসূচি ঘোষণা ভোলায় মেডিকেল কলেজ স্থাপন,ভোলা-বরিশাল সেতু ও ভোলার গ্যাস ভোলায় চাই ৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলা বাসীর মানববন্ধ চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে হস্তান্তর ঝালকাঠিতে গাছের সাথে ধাক্কায় জেলা পরিষদের প্রকৌশলী সাইদ নিহত

ভোলার তুলাতুলি পার্কে নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, সদর থানায় ১২ জনের নামে- মামলা!

তানজিল হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

তানজিল হোসেন, নিজস্ব প্রতিনিধি 

দৈনিক জনপদের নিউজঃভোলার তুলাতলি বিনোদন পার্কে ঘুরতে আসা নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। রেদোয়ান ইসলাম নামের এক যুবক ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ মামলা দায়ের করেন।

এর আগে একইদিন বিকেলে তুলাতলি বাজার সংলগ্ন এলাকায় ১০ থেকে ১২ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ রেদোয়ান ও নুপুর আক্তার নামের ওই নবদম্পতির ওপর হামলা করে। ওই নবদম্পতি ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন পারভেজ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।

নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ভুক্তভোগী রেদোয়ান ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি ইউনিট আসামিদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামিদের ছবি ছড়িয়ে পড়ার পর আসামিরা সবাই আত্মগোপনে চলে গেছেন। এর পরও পুলিশ তাদেরকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করলেও পুলিশ ইতোমধ্যে চারজনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপাতত গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রেদোয়ান ইসলাম তার স্ত্রীকে নিয়ে তুলাতলি মেঘনা নদী সংলগ্ন রিসোর্টে ঘুরতে যান। বিকেল ৩ টার দিকে রিসোর্ট থেকে বাড়ি ফেরার পথে তুলাতলি বাজার সংলগ্ন পাবলিক টয়লেটের কাছে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগীরা বলছেন, তারা দু’জন আলাপন ও ইলিশ বাড়ি রিসোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাবলিক টয়লেটের সামনে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা প্রথমে তাদের পথ গতিরোধ করেন। এরপর তারা রেদোয়ানকে জানায়, তাদের মোবাইল ফোনে রেদোয়ান ও তার স্ত্রীর অশ্লীল ভিডিও ফুটেজ রয়েছে। তারা পার্কে ও রিসোর্টে ঘুরেফিরে বিভিন্ন অশ্লীলতা করেছেন, যা তারা ভিডিও করে রেখেছে। ওই ভিডিও ডিলিট করতে হলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, নইলে ওই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

এক পর্যায়ে রেদোয়ান টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেন। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র জানান, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই তুলাতলি পার্কে ও রিসোর্টে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে তাদের ভয়ে কেউই মুখ খোলার সাহস পাচ্ছেন না।

সূত্রটি আরও জানায়, প্রথমে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মনে করেছিল রেদোয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। যার জন্য ওই কিশোররা রেদোয়ান ও তার স্ত্রীর বেশকিছু ভিডিও তাদের মোবাইলে ধারণ করে। পরে সেগুলো তাদেরকে দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতে চেয়েছিল। কিন্তু, রেদোয়ানের সঙ্গে কিশোরদের কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে পারেন, ওই মেয়েটি রেদোয়ানের গার্লফ্রেন্ড না। মেয়েটি ছিল তার বিবাহিত স্ত্রী।

এদিকে, এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ঘটনার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এতে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট