হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এঁর ১২৬ তম জন্মবার্ষিকী ও কবিতাচক্র ঝালকাঠি’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠিতমালা ১৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯ টায় শুরু হয়। কবিতাচক্র ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও লেখক মু. আল আমিন বাকলাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে কবির জন্মদিন উদযাপন করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, রাজাপুর উপজেলা সহকারী শিক্ষা কবি রিয়াজ আহসান রুবেল , ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসার হিমাদ্রি শেখর, কবি ড. কামরননেছা আজাদ, বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কবি মাহমুদা খাতুন, কবি মাহমুদা আক্তার, আবু সাঈদ তপু, কবি প্রান কৃষ্ণ বিশ্বাস ,আলমগীর শরীফ, বাউল শিল্পী সালমা, সাংস্কৃতিক সংগঠক আলমগীর শরীফ, জীবনানন্দ দাশের কবিতা প্রেমিকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।