হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া এলকায় গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে এলাকাবাসী। আটকৃতরা হলো রাব্বি (২৪) হৃদয় (২৩) উভয়ের গ্রামের বাড়ি সাংগর সুমন (২৬) বাড়ি ঝালকাঠি সদর কিস্তাকাঠী তারা সকলেই ট্রলি শ্রমিক। সূত্রে জানা যায় বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামে সোমবার রাত আনুমানিক ২:৩০ এর দিকে তিন যুবককে একটি চায়ের দোকান থেকে গরু চোর সন্দেহে আটক করে এলাকাবাসী। কিছু দিন আগে ওই এলাকা থেকে ২ টি গরু চুরি হয়। তাদের ঐ চুরির সাথে সম্পৃক্ততা থাকতে পারে এবং তারা গরু চুরি করতে এলাকায় এসেছে এমন সন্দেহ তাদের আটক করা হয়। সকালে তাদের রাজাপুর থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয় রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, আমারা তিন যুবক আটক করে নিয়ে আসছি কিন্তু তারা চোরকিনা তা বলতে পারছি না। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।