হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তার পবিত্রতা রক্ষায় ঝালকাঠিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের আমতলা রোডের কায়েদ মহলে বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, ঝালকাঠি নেছারাবাদ মাদরাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট এ কে এম নাসিমুল ইসলাম, সাংবাদিক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা প্রমুখ। আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি চৌমাথায় এসে শেষ হয়। প্রধান অতিথি আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, তাহলে ধর্ম ও দেশ রক্ষা করতে পারবো না। দেশের স্বাধীনতা রক্ষায় আমরা রমজানকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারি। সুদ, ঘুষ, মদ, জুয়া ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষকে যন্ত্রণা দেওয়া হয়। বাজার দরের মূল্য বৃদ্ধি করে গরিবদের অসহায় করে তোলা হয়। এসব বিষয়ে অন্তবর্তীকালীন সরকার যেমন সচেতন থাকবেন, তেমনি প্রশাসনও আন্তরিক হবেন বলে আশা করছি।
মোঃ হাসিবুর রহমান
ঝালকাঠি প্রতিনিধি
০১৯১৬৮২৯৪৩৫
২০ ফেব্রুয়ারি ২০২৫