ফরিদপুর, নগরকান্দা প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে কৃষক দলের, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থিত নগরকান্দা উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিনের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তবে এই কর্মসূচি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ অভিযোগ উঠেছে যে, শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী আরিফুজ্জামান আসিফ ছাত্রদলের পক্ষে অংশগ্রহণ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহযোগীর ভাষ্যমতে, আরিফুজ্জামান আসিফ ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণবিপ্লবের’ পর তিনি ছাত্রদলের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, পারিবারিক প্রভাব কাজে লাগিয়ে তিনি ছাত্রদলের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ নিয়ে দীর্ঘদিন ধরে নগরকান্দা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সংগঠনের একাংশ মনে করছে, আসিফের এই সম্পৃক্ততা দলের দীর্ঘদিনের কর্মীদের অবমূল্যায়নের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
অপরদিকে, নগরকান্দা উপজেলা ছাত্রদলের ২০২২ সালের প্রকাশিত কমিটি অনিবার্য কারণে স্থগিত করা হলেও আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিন নিজেকে ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থগিত কমিটির আহ্বায়ক হয়ে সংগঠনের নেতৃত্ব দেওয়ার বিষয়টি সাংগঠনিকভাবে সঠিক নয়।
এই ঘটনা নিয়ে নগরকান্দার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ছাত্রদল ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত আরিফুজ্জামান আসিফ বা আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।