মোহাম্মদ মেহেদী হাসান,মনপুরা ভোলা প্রতিনিধি
ভোলা জেলা মনপুরা উপজেলায় রেনেসাঁ কিন্ডারগার্টেন এর এক ঝাঁক ফুলকে নিয়ে শিক্ষক দের শহীদ মিনারে মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
একুশ মানেই মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরব গাঁথার উদযাপন। একুশ মানেই ভাষা শহীদদের স্মরণ। তাদের রক্তরাঙা শহীদের বেদীতে শ্রদ্ধার ফুল।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে গেয়ে পথ চলা। তখন রেনেসাঁ কিন্ডারগার্টেনের এক ঝাঁক ছোট ফুলের নগ্ন পা।
ফুলে ফুলে যখন ছেয়ে যায় শহীদ মিনারের বেদী, অতপর আলোচনা। একুশের চেতনাকে জাগ্রত করে রাখতে সেই একই ইতিহাস… একই আহ্বান ধ্বনিত হয় কণ্ঠে কণ্ঠে।
ভোলার মনপুরায় রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুলে একুশে উদযাপন
রেনেসাঁ কিন্ডারগার্টেন এর পরিচালক মো: আব্দুর রশীদ বলেন
শিশু-কিশোরদের কানে কানে সে কথা পৌঁছায়। তাদের মগজ শানিত হয় ‘একুশ আমাদের গৌরবের অর্জন, একুশ আমাদের হারানোর বেদনা, একুশ মানে মাথানত না করা।
রেনেসাঁ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক আবদুল্লাহ সুমন বলেন।
শিশুরা শেখে। আজকের যারা শিশু… কাল আবার তারাই হবে বক্তা… তারাই এই চেতনাকে নিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
আর সে কারণেই এই সব আয়োজন।
রেনেসাঁ কিন্ডারগার্টেন এর সহকারী প্রধান শিক্ষক ইকরাম কবির এবং সহকারী শিক্ষক, মো: মহিউদ্দিন, আনোয়ার মেছবাহ,নারগিস আক্তার বলেন এখানে সকাল ৭ টায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নগ্ন পায়ে প্রথমে প্রভাতফেরি করে।
স্কুলের সামনের সড়ক দিয়ে উপজেলা সড়ক প্রদক্ষীণ করে এসে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয় শহীদ মিনারে। এরপর স্কুলের শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা প্রদর্শনী। তাতে স্থান পেয়েছে শিশু-কিশোরদের চিক্রকর্ম, আর একুশ নিয়ে গান ও কবিতা।
একটি স্কুলই শত স্কুলের কথা বলে। কারণ চেতনার জায়গাটি এক। একটি স্কুলের চিত্রই তুলে ধরবে সকল স্কুলের দৃশ্যপট।
মোহাম্মদ মেহেদী হাসান
মনপুরা ভোলা প্রতিনিধি
০১৭২৫৩৭৮৪৬৩