মোঃ আজাদ, নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে ‘ভোলা খেলার মাঠ রক্ষা স্বার্থ কমিটি ও খেলার মাঠ রক্ষা কমিটি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। স্কুলের সাবেক শিক্ষার্থী, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল কম্পাউন্ডে যথেষ্ট জায়গা থাকার পরও খেলার মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠটির অবস্থান সংকীর্ণ করবে। তারা জানান, এই মাঠটি শিক্ষার্থীদের জন্য শারীরিক চর্চা, খেলাধুলা এবং অন্যান্য সামাজিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই মাঠে ভবন নির্মাণ করা হয়, তবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা নিয়মিত এই মাঠে খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণ নেয়, তাদের জন্য সুস্থ থাকার সুযোগ বাধাগ্রস্ত হবে।
যদি খেলার মাঠের ওপর ভবন নির্মাণ না থামে, তবে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে