মোহাম্মদ মেহেদী হাসান,মনপুরা উপজেলা প্রতিনিধি।
ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের চরগোয়ালিয়া এলাকার স্থানিয় বাসিন্দা, মো নুরনবী নামের এক ব্যাক্তির বাড়ির দরজার মোটা গাছ জোর করে কেটে নিয়ে যায় বিএনপির কর্মী ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌকিদার মো: নোমান চৌকিদার ।
গত ২৪ ফেব্রুয়ারী রোজ সোমবার আনুমানিক সময় সকাল ১০ টায় এ ঘটনা ঘটে ভুক্তভোগী মো: নুরনবী বলেন সোমবার সকাল ১০ টায় আমার বাড়ির সামনের ২ টি আমগাছ ও ৫ টি রেন্ডি গাছ এবং ২১ টি নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে নিয়ে যায় নোমান চৌকিদার, ছালেম, ইয়াছিন,মোসারেফ গাছ কাটতে এবং নারিকেল পাড়তে বাধা দিলে আমার মাকে মাড়দৌর করে এবং নোমান চৌকিদার আমাকে মেড়েপেলার হুমকি দেন। এর পর আমি সাবেক উপি সদস্য মো: মোতালেব মেম্বার কে এই ঘটনার বিস্তারিত জানালে তিনি আমাকে বলেন সে এই ঘটনা টি দেখবে,
মো: নোমান চৌকিদার তিনি বিএনপির কর্মী বর্তমানে ৮নং ওয়ার্ড চরগোলিয়া গ্রামের দায়িত্বরত চৌকিদার যার ফলে বল প্রয়োগ করে এই গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ ভূক্তভূগী মো নুরনবীর তিনি বলেন আমি একজন সাধারন মানুষ আমার ৭ টি গাছ জোর করে কেটে নিয়ে যায় নোমান চৌকিদার।
এলাকা সূত্রে জানা যায় আনুমানিক গত ২০ বছর আগের লাগানো গাছ এগুলো মো নুরনবীর বাবা মৃত মো মিলন মিয়ার রোপনকৃত গাছ বলেও দাবি মো নুরনবীর
নাম না বলা আরেক ব্যক্তি বলেন নোমান এই ওয়ার্ডের চৌকিদার ও বিএনপির কর্মী বলে অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে এই কাজটি করেন তাই তার ঘটনার বিচার দাবী করেন ভূক্তভূগী৷