দেলোয়ার হোসেন ,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার খোকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সিংহকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আব্দুল জব্বার খোকন ( ৫৮) ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকুট গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র ও মিলন সিংহ (৪৫) ধনীটিলা গ্রামের ফুলবাবু সিংহের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ ‘র দিক নির্দেশনায় এস আই সিকান্দর আলী, এস আই মোঃ সাদেক, এ এস আই তাজ উদ্দিন, এ এস আই তোলা মিয়া,এ এস আই শওকত,এ এস আই সাইফুর রহমান, এ এস আই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহয়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।